রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:
শেরপুরে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টা থেকে শেরপুর সদর ও ঝিনাইগাতী উপজেলায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর বিভিন্ন ধারায় তিনটি অবৈধ ইটভাটাকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৯ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় অবৈধ ইটভাটাগুলোর কাঁচা ইট বিনষ্ট করা হয় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি ভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশের ক্ষতিকর যেকোনো অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।