শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে চাকসুর উদ্যোগে অনুষ্ঠিত এ মিছিলটি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে সোহরাওয়ার্দী মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় জিরো পয়েন্টে ফিরে আসে। পরে সেখানে আহত ওসমান হাদীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিছিলে শিক্ষার্থীরা “জ্বালো রে জ্বালো আগুন জ্বালো”, “একশন টু একশন ডাইরেক্ট একশন”, “আমার ভাই আহত কেন, ইন্টেরিম জবাব দে”, “সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও”, “জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠ আরেকবার”এমন বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে চাকসুর সাধারণ সম্পাদক সায়েদ বিন হাবিব বলেন, “আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ওসমান হাদীর ওপর হামলার তীব্র নিন্দা জানাই। আমরা চাই এর কঠোর বিচার হোক। জুলাই গণঅভ্যুত্থানে দেশ ত্যাগ করা ফ্যাসিস্ট সরকার এখনো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই বাংলাদেশের ছাত্রসমাজ এখন সচেতন; তাদের ষড়যন্ত্র কখনোই সফল হবে না।”
চাকসুর সহসভাপতি মোহাম্মদ ইবরাহিম হোসেন রনি বলেন, “জুলাই যুদ্ধে অংশ নেওয়া হাদী ভাই আমাদের গর্ব। একটি গোষ্ঠী জুলাই যোদ্ধাদের ওপর হামলার মধ্য দিয়ে আমাদের অর্জিত স্বাধীনতাকে নষ্ট করতে চাইছে। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে কেউ ষড়যন্ত্র করতে চাইলে ছাড় দেওয়া হবে না।”
উল্লেখ্য, বৃহস্পতিবার ঢাকার বিজয়নগরে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে এসে ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তিনি গুরুতর আহত হন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩