রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ৭২ বোতল ভারতীয় মদসহ রজব আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বাতকুচি এলাকায় এ অভিযান চালানো হয়। পরে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে গ্রেফতার রজব আলীকে আদালতে পাঠানো হয়। তিনি একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রজব আলীর বাড়িতে তল্লাশি চালানো হয়। এসময় বস্তায় ভরা কার্টনে রাখা বিভিন্ন ব্র্যান্ডের ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়।
নালিতাবাড়ী থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। আটক রজব আলীর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।