রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুর জেলার শ্রীবরদী ও ঝিনাইগাতী থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে তিনি দুই থানায় পৌঁছালে থানার পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে চৌকস পুলিশ সদস্যদের একটি দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে তিনি থানার কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, সরকারি অস্ত্রাগারসহ গুরুত্বপূর্ণ অংশগুলো ঘুরে দেখেন। এছাড়া থানায় কর্মরত অফিসার ও ফোর্সের দৈনন্দিন কার্যক্রম এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রার পর্যালোচনা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার থানায় উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কুশল বিনিময় করেন এবং থানা এলাকায় গোয়েন্দা কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং মামলা তদন্তের গুণগত মান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি সকলকে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সাথে কাজে নিয়োজিত থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল আলম, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ নামজুল হাসান, দুই থানার তদন্ত কর্মকর্তাসহ অন্যান্য অফিসার ও ফোর্স।