ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফিরোজ হোসেন আজ ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাতে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে একটি পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন। এই সভার লক্ষ্য ছিল স্থানীয় সাংবাদিকদের সাথে পেশাগত সম্পর্ক স্থাপন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা।
নবাগত ওসি হিসেবে যোগদানের পর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে তাঁর এই প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে এই পদে মোঃ মনসুর আহাম্মদ কর্মরত ছিলেন এবং তিনি তার কাজের জন্য জেলা পুলিশ সুপার কর্তৃক পুরস্কৃতও হয়েছিলেন।
এই ধরনের সভা সাধারণত ওসির কার্যালয়ে বা থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এবং এতে সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন। ওসি মহোদয় এসব বিষয় শোনেন এবং সমস্যা সমাধানে তাঁর পরিকল্পনার কথা জানান।
এবং শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন নতুন ওসি ফিরোজ হোসেন।
নবাগত ওসি ফিরোজ হোসেন সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন, "ত্রিশালের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক, সন্ত্রাস ও সকল প্রকার অপরাধ নির্মূলে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা একান্ত প্রয়োজন।