শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
আরিফুর ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধ:
আজ ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে দীর্ঘ ২৩ বছর যাবৎ সফলার সাথে অনুষ্ঠিত হচ্ছে জাফরপুর আব্দুল হান্নান ভূইয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা।
২০০২ সাল থেকে ইব্রাহিমপুর, লাউরফতেহপুর, জিনদপুর ও নবীনগর পোর এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় প্রতিটি বিদ্যালয় থেকে ৫ জন করে শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পায়।স্মৃতিবৃত্তি পরীক্ষায় মোট ২৫ জন শিক্ষার্থীকে পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই বাঁচাই করে বৃত্তি প্রদান করা হয়। ১০জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল ও ১৫ জন শিক্ষার্থীকে সাধারণ গ্রেটে বৃত্তি প্রদান করা হয়।ট্যালেন্টপুল শিক্ষার্থীদের এককালিন ১৫ শতটাকা ও সাধারণ শিক্ষার্থীদের ১ হাজার করে এককালিন প্রদান করা হয় ও সার্টিফিকেট প্রদান করা হয়।
সর্বমোট ৩১ টি বিদ্যালয় থেকে ১৪৮জন পরীক্ষার্থী রেজিষ্ট্রেশন করে আজ ১৪০ জন প্রার্থী উপস্থিত থেকে পরীক্ষায় অংশগ্রহন করেন ও ৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
জাফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল খায়ের কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন, সহকারী শিক্ষক মোঃ ইকবাল হোসেন পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন।
লাউর ফতেহপুর ব্যারিস্টার জাকির আহমেদ কলেজের সাবেক অভিভাবক সদস্য গাজী এখলাছ উদ্দিন পিন্টু হলসুপারের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য গত ২৩ বছর যাবৎ সফলতার সাথে সকল বিতর্কের ঊর্ধ্বে থেকে জাফরপুর মরহুম আব্দুল হান্নান ভূইয়া স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।এই পরীক্ষায় অংশ গ্রহনের জন্য সারা বছর অভিভাবকরা ও শিক্ষকরা অধির আগ্রহে অপেক্ষা করেন।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩