বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন
ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দুই ধাপে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে ঘোষিত তালিকার কোনোটিতেই নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের নাম নেই। এতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অধিকাংশ নেতাকর্মীর বিশ্বাস—শেষ পর্যন্ত ধানের শীষের মনোনয়ন পাবেন বিএনপির হেভিওয়েট প্রার্থী, বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও তারেক রহমানের খালাতো ভাই প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় প্রচারণার পাশাপাশি মানবসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তুহিন। তিনি গরিব ও অসহায় মানুষের বিপদে পাশে দাঁড়ানো, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং অসুস্থ মানুষের চিকিৎসা–সহায়তায় ভূমিকা রেখে জনপ্রিয়তা অর্জন করেছেন। এলাকার বিভিন্ন পেশার মানুষদের সমস্যার কথা আন্তরিকভাবে শুনে সহায়তা করার কারণে কেউই তার কাছ থেকে হতাশ হয়ে ফিরছেন না।
নীলফামারী জেলা বিএনপির সদস্য ও সাবেক ডিমলা উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, “বর্তমানে ডোমার–ডিমলায় তুহিন ভাইয়ের জনপ্রিয়তা সবার উপরে। নিঃসন্দেহে তুহিন ভাই প্রার্থী হবেন এবং ধানের শীষ নিয়ে জয়লাভ করে সংসদে যাবেন।”
স্থানীয় নেতাকর্মীরাও একই আশাবাদ ব্যক্ত করে জানান, বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকায় তুহিনের নাম ঘোষণার অপেক্ষায় রয়েছে পুরো অঞ্চল।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩