বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন
মোঃ শরিফুল ইসলাম, নাটোর সদর প্রতিনিধিঃ
নাটোর সদর উপজেলার ৩ নং দিঘাপতিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি দেশনেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া মাহফিল আয়োজন করেছে।
বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় দিঘাপতিয়া বাজারে দোয়া মাহফিল ও নির্বাচনী কমিটি গঠন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি এবং অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, “গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়ের আন্দোলনে বেগম খালেদা জিয়া সবসময় জনগণের পাশে ছিলেন। তাঁর শারীরিক সুস্থতা শুধু দলের জন্য নয়, দেশের গণতন্ত্রের সুরক্ষার জন্য প্রয়োজন।” এসময় দেশনেত্রীর সুস্থতা কামনায় দোয়া করা হয়।
দোয়া মাহফিল শেষে আসন্ন নির্বাচনে দলীয় সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী ও ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩