বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
মহান বিজয় দিবস উদযাপনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার চারঘাটে ছিনতাইয়ের সময় জনতার হাতে আটক ২ আগামীকাল সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা কুকসুর গঠনতন্ত্র অনুমোদনের জন্য ইউজিসির কমিটি গঠন চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের উদ্যোগে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত দোয়ারাবাজারে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছোরাব আলী’র পাশে সামাজিক সংগঠন নসকস দোয়ারাবাজারে নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাটোরে বিএনপির দোয়া মাহফিল ও নির্বাচনী কমিটি গঠন স্টেশন ঘিরে চবি শিক্ষার্থীদের স্বাবলম্বী হওয়ার গল্প কুবির ভাষা-সাহিত্য পরিষদের নেতৃত্বে এমদাদ-নাজমুল পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন চবিতে ছাত্রদল নেতা আরিফের প্রথম জানাজা অনুষ্ঠিত কক্সবাজার বাসটার্মিনালে দুই যুবদল নেতার উপর প্রকাশ্যে গুলিবর্ষণ সিলেটের কোম্পানীগঞ্জে র‍‍্যাব ও পুলিশের পৃথক অভিযান: বিপুল পরিমাণ ফেন্সিডিল ও মদ উদ্ধার, আটক ১ সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে ২ লাখ ৯২ হাজার প্রবাসীর নিবন্ধন বঙ্গভবনে পৌঁছেছেন প্রধান নির্বাচন কমিশনার নজরুল বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত বরিশালে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়কালে ভুয়া দুই সাংবাদিক আটক ভূমিহীনদের জমির ধান জোরপূর্বক কেটে নিয়েছে ভূমিদস্যু

কুবির ভাষা-সাহিত্য পরিষদের নেতৃত্বে এমদাদ-নাজমুল

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন ‘ভাষা-সাহিত্য পরিষদে’র কমিটি গঠন করা হয়েছে। এতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এমদাদুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতক ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাজমুল হাছান।

‎বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী, নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম, সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম এবং প্রভাষক মো. গোলাম মাহমুদ পাভেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

‎এছাড়াও কমিটিতে অন্যান্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হোসেন, সহ-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহমুদা খানম ঊর্মিলা, ক্রীড়া সম্পাদক মো. রকিবুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক মো. নাঈম ইসলাম, প্রচার সম্পাদক অমি দেব এবং সহ-প্রচার সম্পাদক মো. আনোয়ার হোসেন। এছাড়াও বিভাগের ছয় শিক্ষাবর্ষের ছয় জন শ্রেণি প্রতিনিধিও এই কার্যকরী পরিষদের কমিটিতে অন্তর্ভুক্ত হবেন।

নবগঠিত ‎ভাষা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাছান বলেন, “বাংলা বিভাগের ভাষা সাহিত্য পরিষদের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। এই দায়িত্ব আমাকে বিভাগের প্রতি আরও বেশি দায়বদ্ধ করেছে। আমি বিভাগের সকল কর্মকাণ্ড ও অনুষ্ঠানে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতা নিয়ে কাজ করবো।”

‎তিনি আরো বলেন, “বাংলা বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাহিত্যচর্চা ও সৃজনশীল আয়োজনের মাধ্যমে বিভাগকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে আরও সুপরিচিত ও মর্যাদাপূর্ণ করে তুলতে কাজ করে যাবো।”

ভাষা সাহিত্য পরিষদের নব-নির্বাচিত সহ-সভাপতি এমদাদুল হক বলেন, “নবগঠিত কমিটির সকলকে সঙ্গে নিয়ে সততা ও স্বচ্ছতা রক্ষা করে কাজ করে যাব। বিভাগের প্রতিটি শিক্ষার্থীর দাবি ও সমস্যাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে যথাযথ কর্তৃপক্ষের নিকট তুলে ধরবো এবং তা সমাধানের চেষ্টা করবো। সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দিব, যেনো শিক্ষার্থীদের মননশীলতার বিকাশ হয়।”

‎তিনি আরো বলেন, “বাংলা বিভাগ মানেই সৃজনশীলতা, ভাষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চার কেন্দ্র। তাই ভালোবাসার বাংলা বিভাগে নতুনত্বের সূচনা করা ও বিভিন্ন অনুষ্ঠানগুলোতে ভিন্ন আঙ্গিক নিয়ে আসাই আমাদের কমিটির লক্ষ্য।”

উল্লেখ্য, কোনো পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। এই কমিটি আগামী ৩০ই জুন, ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩