আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় আত্মরক্ষামূলক করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় কর্মশালা ও মহড়ার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) কেন্দ্রীয় লাইব্রেরির ৪র্থ তলায় ‘নবযুগ মিলনায়তনে’ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মিজানুর রহমান। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী (পিএফএম)। এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর ড. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. আশরাফুল আলম, বিভিন্ন অনুষদের ডিন, কর্মকর্তা-কর্মচারী, রোভার স্কাউট সদস্য ও শিক্ষার্থীরা।
প্রধান অতিথি অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম বলেন, “ফায়ার সার্ভিসের অভিজ্ঞতালব্ধ দিকনির্দেশনা বাস্তব জীবনে দুর্যোগ মোকাবিলায় সহায়ক হবে এবং সবার আত্মবিশ্বাস বাড়াবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে।”
ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী বলেন, “দুর্যোগ যে কোনো সময় আসতে পারে, তবে সচেতনতা ও প্রস্তুতিই বড় ক্ষতি থেকে রক্ষা করতে পারে।”
রিসোর্স পারসন পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী বলেন, “ভয় নয়—সচেতনতা, তথ্যজ্ঞান এবং নিয়মিত প্রশিক্ষণই দুর্যোগ মোকাবিলায় আসল সুরক্ষা।”
তিনি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে ভূমিকম্পের ধরণ, পূর্বাভাস, করণীয়, পূর্ব প্রস্তুতি ও অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের নিয়ম তুলে ধরেন।
কর্মশালার পর প্রশাসনিক ভবনের সামনে মহড়া অনুষ্ঠিত হয়। উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম আগুন নেভানোর মাধ্যমে মহড়ার উদ্বোধন করেন। পরে অতিথি ও শিক্ষার্থীরাও আগুন নেভানোর প্রশিক্ষণে অংশ নেন।
মহড়া পরিচালনা করেন ত্রিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুর রহমান। মহড়ায় টার্নটেবিল লেডার, পানিবাহী গাড়ি, পানি পাম্পযুক্ত গাড়ি, রোপ রেপেলিং সরঞ্জাম, ফায়ারিং বল ও বিভিন্ন গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়।