মোঃ শাহাদাত, শরিয়তপুর প্রতিনিধি:
বরিশাল জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের কুলচুরি পাতারচর এলাকার স্থানীয় ভূমিহীনদের সরকারের দেওয়া বন্দোবস্ত জমির ধান জোর দখল করে কেটে নিয়েছে ভূমিদস্যু জসিম মুতাইত।
অভিযোগ উঠেছে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার কুচাইপট্রি ইউনিয়নের স্থানীয় ভূমিদস্যু গোসাইরহাট উপজেলা উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক জসিম মুতাইত ও একই উপজেলার যুবদলের নেতা দুলাল মুতাইত বহিরাগত সহ আরো অনেকে মিলে স্থানীয় ভূমিহীনদের কস্টের লাগানো ফসল জোরপূর্বক কেটে নিয়েছেন। বুধবার সকালে কুলচুরি পাতারচর মৌজা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনা শুনে ঘটনা স্থলে হিজলা থানার পুলিশ আসলে ধান ফেলেই পালিয়ে যায় ভূমিদস্যুরা। কেটে নেওয়া ধান গুলি শরিয়তপুর জেলার সিমানায় রাখা হয়। অভিযুক্ত জসিম মুতাইত গোসাইরহাট উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ও কুচাইপট্রি ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি দুলাল মুতাইত।
জানাগেছে' বাংলাদেশ সরকার ২০১২/২০১৩ সালে ৫১ জন ভূমিহীনদের মাঝে ১১০ একর জমি বন্দোবস্ত দেয়।
ভূমুহীন কৃষক ইয়াসিন বলেন ' এটা আমাদের কে বরিশাল জেলা সরকার দিয়েছে' আমরা ধান কাটতে আসলে আমাদের কে বাধা প্রধান করে ও আমাদের ধান নিয়ে যায়।
স্থানীয় ভূমিহীন কৃষক আবুল কাশেম মাদবর আরো অনেকে বলেন' আমরা ধান লাগিয়েছি আজ আমরা ধান কাটতে আসি' আসার পরে শরিয়তপুর এর ভূমিদস্যু জসিম মুতাইত ও দুলাল মুতাইত লোকজন নিয়ে দেশিও অশ্র নিয়ে আমাদের ধান নিয়ে যায়।