মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
আরিফুর ইসলাম, নবীনগর প্রতিনিধঃ
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে আজ ৯ ডিসেম্বর রোজ মঙ্গলবার দুপুরে নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের আয়োজন করে নবীনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও উপজেলা প্রশাসন। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
বিশ্বের ১৯১টি দেশে দিবসটি একযোগে পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য— ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’। জাতিসংঘের গৃহীত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদ ইউএনসিএসি–এর ধারাবাহিকতায় বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবু কামাল খন্দকার। প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন শান্তি, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন। বক্তব্য দেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ (অব.) কান্তি কুমার ভট্টাচার্য, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আমেনা খাতুন, নবীনগর মহিলা কলেজের সহকারী অধ্যাপক শিউলি পারভিন, হোপ-এর উপ-নির্বাহী পরিচালক নিয়াজ উদ্দিন, বীমা কর্মকর্তা শফি উদ্দিন আহমেদ।
বক্তারা বলেন, সকল ক্ষেত্রে দুর্নীতি বন্ধে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক সচেতনতা বাড়াতে হবে। স্বচ্ছতা, জবাবদিহি ও দেশপ্রেম নিয়ে নিজ নিজ দায়িত্ব পালন করলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক জামাল হোসেন পান্না।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩