মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৩ অপরাহ্ন
এলেক্স বড়ুয়া, বান্দরবান সদর প্রতিনিধি:
বান্দরবান শহরের নীলাচল পর্যটন কেন্দ্রের মেঘদূয়ারি রিসোর্ট থেকে রিসোর্টটির মালিক বাবু কর্মকার ও ম্যানেজার মোহাম্মদ অভিকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সোমবার (৮ ডিসেম্বর) রাত প্রায় ১০টার দিকে ১০–১২ জনের একটি সশস্ত্র দল রিসোর্ট এলাকায় হানা দিয়ে তাদের জিম্মি করে নিয়ে যায়।
ঘটনার পর মঙ্গলবার সকালে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। কারা এবং কেন এ অপহরণের সঙ্গে জড়িত—তা এখনও নিশ্চিত হতে পারেনি।
অপহৃত মালিক বাবু কর্মকারের ভাই রাজু কর্মকার জানিয়েছেন, রাতে মালিক ও ম্যানেজার মোটরসাইকেলযোগে শহরের দিকে রওনা হলে দুর্বৃত্তরা পথ থেকে তাদের অপহরণ করে। পরে তাদের মোটরসাইকেলটি সড়কের পাশে জঙ্গলে পড়ে থাকতে দেখা যায়। এখনো পর্যন্ত অপহরণকারীরা কোনো মুক্তিপণ দাবি করেনি।
পরিবারের সদস্যরা আরও জানান, কয়েকদিন ধরেই একটি চাঁদাবাজ চক্র রিসোর্ট মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল।
বান্দরবানের পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, “ঘটনাটি তদ্ন্ত করে দেখা হচ্ছে এবং অপহৃতদের উদ্ধারে পুলিশ ইতোমধ্যে অভিযান শুরু করেছে।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩