মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:১২ অপরাহ্ন
মাহবুব হাসান, নলছিটিতে (ঝালকাঠির) প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ সম্মুখে বিভিন্ন শ্রেনী পেশার মানুষদের নিয়ে একটি মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা দুর্নীতি বিরোধী প্লাকার্ড নিয়ে অংশ গ্রহন করেন।
এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় নলছিটি উপজেলা দুপ্রকের সভাপতি সহকারি অধ্যাপক(অবঃ) সামছুল আলম বাহারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার(ভূমি) রিজভী আহমেদ সবুজ।
এসময় আরও উপস্থিত ছিলেন, থানার পোল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস, নলছিটি উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা হাফেজ আতিকুর রহমান,সরকারি নলছিটি ডিগ্রি কলেজের প্রভাষক মল্লিক মনিরুজ্জামান প্রমুখ।
দুদকের পিরোজপুর জেলা সমন্বিত কার্যালয়,নলছিটি উপজেলা প্রশাসন ও নলছিটি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নলছিটি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শাহাদাত আলম ফকির।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩