মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
আমির ফায়সাল, জাবি প্রতিনিধিঃ
আসন্ন ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শীতকালীন ছুটি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর )বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড.এ.বি.এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসবতথয জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়,২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১৮ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত শীতকালীন ছুটি থাকার কথা ছিল। তবে ভর্তি পরীক্ষার সময়সূচির সঙ্গে মিল রেখে এ ছুটি আপাতত স্থগিত রাখা হয়েছে।
ছুটি স্হগিতের বযাপারে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড.এ.বি.এম আজিজুর রহমান বলেন”ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে পরিচালনার স্বার্থে ঘোষিত শীতকালীন ছুটি কার্যকর হবে না।ভর্তি কার্যক্রমের গুরুত্ব বিবেচনায় ছুটি স্থগিত করা ছাড়া বিকল্প ছিল না। ছুটির নতুন তারিখ পরবর্তীতে পুনরায় নির্ধারণ করে যথাসময়ে প্রকাশ করা হবে।”
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩