মোরশেদুর রহমান নূর, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা, শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(৯ ডিসেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আবুল হাছনাত।
সভায় বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, এসআই রাসেল খান, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমজাদ হোসেন আমোদ, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তরিকুল ইসলাম এছাড়া ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন মুকসুদপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম, এবং অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক মাহবুব হাসান বাবর।
উপজেলা নির্বাহী অফিসার তাঁর বক্তব্যে বলেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। মুকসুদপুর উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ এখানে উপস্থিত—কোনো দপ্তরে যেন কোনো ধরনের দুর্নীতি না হয়, সে বিষয়ে সবাইকে কঠোর নজরদারি রাখতে হবে।
আয়োজন সহযোগী ছিল মুকসুদপুর উপজেলা প্রশাসন।