মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৩ অপরাহ্ন
মোঃ মোহায়মিনুল মিনার, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের নাককাটিতলা বাজারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাইনগর ইউনিয়ন শাখা।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় এ অভিযানের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগর আমির, চাঁপাইনবাবগঞ্জ–১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ড. কেরামত আলী।
উদ্বোধনী বক্তব্যে ড. কেরামত আলী বলেন, “শিবগঞ্জকে পরিকল্পিত নগরায়নের আওতায় এনে একটি ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তোলা আমাদের লক্ষ্য। পরিচ্ছন্ন বাজার, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, টেকসই নগর পরিকল্পনা ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করে আধুনিক শিবগঞ্জ গড়ে তুলতে চাই।”
তিনি ভবিষ্যতে সংসদ সদস্য নির্বাচিত হলে শিবগঞ্জকে পরিচ্ছন্ন, পরিকল্পিত ও আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে জনগণের সহযোগিতা কামনা করেন।
পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা আমির সাদিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অভিযানে স্থানীয় দুই শতাধিক মানুষ অংশ নেন। বাজারের রাস্তা, ড্রেন ও আশপাশের পুরো এলাকায় কয়েক ঘণ্টা ধরে চলে পরিচ্ছন্নতা কার্যক্রম।
স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নাককাটিতলা বাজার তাৎক্ষণিকভাবে পরিচ্ছন্ন হয়ে ওঠে, যা এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩