মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন
আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক নারী নিযাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে কুমিল্লার চৌদ্দগ্রামে পাঁচ জয়ীতা পেয়েছেন অদম্য নারী পুরস্কার-২০২৫।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবাহী কমকর্তা মোঃ নূরুল আমিন।
উপজেলা মহিলা বিষয়ক কমকর্তার শাহনাজ আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার সৈয়দ সাফকাত আলী, সিনিয়র মৎস কমকর্তা লতিফুর রহমান, মাধ্যমিক শিক্ষা কমকর্তা একেএম মীর হোসেন, এনসিপি উপজেলা সাধারণ সম্পাদক মামুন মজুমদার, উপজেলা ইউডিএফ কর্মকর্তা ছিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামে মোসাঃ কহিনুর সুলতানা, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে রাবেয়া বেগম, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্যে নাছরিন সুলতানা, সফল জননী মোসাঃ সাহেদা আক্তার ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনী বিলকিস আরা বেগমকে অদম্য নারী পুরস্কার প্রদান করা হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩