মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ অপরাহ্ন
মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।
আজ রবিবার দুপুর ১২টা পর্যন্ত মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ১ হাজার ৪১১টি। আগামী শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন শুরু হয়েছে ১ ডিসেম্বর।
এ বছর চারটি ইউনিট ও তিনটি উপইউনিট মিলিয়ে সাধারণ আসন রয়েছে ৩ হাজার ৫৯৭টি; পাশাপাশি কোটায় রয়েছে ৫৬৮টি আসন। তবে এবার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পোষ্য কোটা থাকছে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ১৭ ডিসেম্বর; এর মাধ্যমেই চূড়ান্ত আবেদনসংখ্যা নির্ধারিত হবে।
দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সমন্বয়ক মোহাম্মদ এনায়েত উল্যা পাটওয়ারী।
এখন পর্যন্ত সর্বাধিক আবেদন পড়েছে বিজ্ঞান, জীববিজ্ঞান, প্রকৌশল ও মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে।
কোন ইউনিটে কত আবেদন জমা পড়েছে
‘এ’ ইউনিট (৪ অনুষদ, ১,০৯৩ আসন): আবেদন ৪৪,০৭৩
‘বি’ ইউনিট (কলা ও মানববিদ্যা, ৬৯০ আসন): আবেদন ২৭,৭৮৬
‘সি’ ইউনিট (ব্যবসায় প্রশাসন, ৫১০ আসন): আবেদন ৬,২২৫
‘ডি’ ইউনিট (সমাজবিজ্ঞান, আইন, শিক্ষা, জীববিজ্ঞান, ৮৪৯ আসন): আবেদন ২০,৯৬০
‘ডি–১’ উপইউনিট (শারীরিক শিক্ষা, ৪০ আসন): আবেদন ৩৮১
‘বি–১’ উপইউনিট (নাট্যকলা–সংগীত–চারুকলা, ১৩৫ আসন): আবেদন ৫২৫
‘বি–২’ উপইউনিট (আরবি–ইসলামিক স্টাডিজ–পালি, ২৮০ আসন): আবেদন ১,৪৬১
ভর্তি পরীক্ষার সূচি
২ জানুয়ারি: ‘এ’ ইউনিট
৩ জানুয়ারি: ‘ডি’ ইউনিট
৫ জানুয়ারি: ‘ডি–১’
৭ জানুয়ারি: ‘বি–১’
৮ জানুয়ারি: ‘বি–২’
৯ জানুয়ারি: ‘সি’ ইউনিট
১০ জানুয়ারি: ‘বি’ ইউনিট
পরীক্ষার মানবণ্টন
সকল ইউনিটে মোট নম্বর ১২০। এর মধ্যে ১০০ নম্বর এমসিকিউ এবং ২০ নম্বর এসএসসি–এইচএসসির জিপিএ থেকে যোগ হবে। ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। ‘ডি–১’ ছাড়া অন্যান্য সব ইউনিটে ন্যূনতম পাস নম্বর ৪০, ‘ডি–১’-এ পাস নম্বর ৩৫।
ইউনিটভিত্তিক প্রশ্ন বিন্যাস
‘এ’ ইউনিট ইংরেজি ২৫ পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান—প্রতি বিষয়ে ২৫ নম্বর (৪টির মধ্যে যেকোনো ৩টির উত্তর)
‘বি’ ইউনিট বাংলা/ঐচ্ছিক
ইংরেজি: ৩০
ইংরেজি: ৩০
সাধারণ জ্ঞান: ৪০
আলাদা করে ন্যূনতম: বাংলা ৭, ইংরেজি ৬, সাধারণ জ্ঞান ১৩
‘বি–১’ উপইউনিট
বাংলা/ঐচ্ছিক ইংরেজি: ২৫
ইংরেজি: ২৫
সাধারণ জ্ঞান: ৫০
ন্যূনতম: বাংলা ৫, ইংরেজি ৬, সাধারণ জ্ঞান ১৭
‘বি–২’ উপইউনিট
বাংলা/ঐচ্ছিক ইংরেজি: ২০
ইংরেজি: ২০
আরবি/ইসলামিক স্টাডিজ/বৌদ্ধ স্টাডিজ/পালি ও সাধারণ জ্ঞান—৬০ নম্বর (যেকোনো দুটি বিষয়ে উত্তর)
ন্যূনতম: বাংলা ৫, ইংরেজি ৫, বিষয়ভিত্তিক ১২, সাধারণ জ্ঞান ৯
‘সি’ ইউনিট
ইংরেজি: ৪০
বিশ্লেষণ দক্ষতা: ৩০
সমস্যা সমাধান: ৩০
ন্যূনতম: ইংরেজি ১৩, বিশ্লেষণ দক্ষতা ও সমস্যা সমাধানে ১০
‘ডি’ ইউনিট
বাংলা/ঐচ্ছিক ইংরেজি: ৩০
ইংরেজি: ৩০
বিশ্লেষণ দক্ষতা: ২০
সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতি: ২০
‘ডি–১’ উপইউনিট
বাংলা/ঐচ্ছিক ইংরেজি: ৩০
ইংরেজি: ৩০
সাধারণ জ্ঞান: ২৫
গেমস ও স্পোর্টস নীতিমালা: ১৫
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩