এম এ জুনেদ, গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেট-৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় গোয়াইনঘাট উপজেলা সদরে গণসংযোগ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আলিম উদ্দিনের সঞ্চালনায় মিছিল-পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য ও লেঙ্গুড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মো. সাহেদ আহমদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রহমান মেম্বার।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল মান্নান, জসীম উদ্দিন, মোহাম্মদ মিয়া, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম (মেম্বার), যুবদল নেতা আজাদুর রহমান, লেঙ্গুড়া ইউনিয়ন মুক্তিযুদ্ধা দলের সভাপতি নুরুল আমীন, মোশাররফ হোসেন, ইসলাম উদ্দিন, জাকারিয়া পাপলু, ইসমাইল আলি এবং বিএনপি নেতা বাবুল আহমদসহ অন্যান্য নেতাকর্মীরা।
গণসংযোগ ও আনন্দ মিছিল শেষে নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং জনসাধারণের কাছে ভোট চান।