সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী বাউফল পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরকে দেওয়া অব্যাহতি প্রত্যাহার করে তাকে পুনরায় স্ব’ পদে বহাল করেছে পটুয়াখালী জেলা বিএনপি।
শনিবার (৬ ডিসেম্বর) বিকালে সাংবাদিকদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবর রহমান টোটনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হুমায়ুন কবিরকে যে অব্যাহতি প্রদান করা হয়েছিল, তার আবেদনের প্রেক্ষিতে তা পুনর্বিবেচনা করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সেই অব্যাহতি প্রত্যাহার করে তাকে পুনরায় স্ব পদে পূর্ণ বহাল করা হলো। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন থেকে তিনি দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন—দল এমন প্রত্যাশা করে।
স্ব পদে বহাল হওয়ার বিষয়টি নিশ্চিত করে হুমায়ুন কবির বলেন, “আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। পটুয়াখালী জেলা বিএনপি থেকে আমাকে একটি প্রজ্ঞাপন পাঠানো হয়েছে, যা ৩০ নভেম্বর স্বাক্ষরিত। দলের এই সিদ্ধান্তে আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করতে এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চাই।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩