রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে আজ ৭ ডিসেম্বর থেকে শুরু হয়েছে পরিচ্ছন্নতা সপ্তাহ–২০২৫।
আজ (৭ ডিসেম্বর ) হল প্রশাসন এবং ছাত্র সংসদের বিভিন্ন সদস্যের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এ উদ্যোগ।
পরিচ্ছন্নতা সপ্তাহ উপলক্ষে হলের সুইপারসহ অন্যান্য পরিচ্ছন্নতা কর্মীদের নিয়ে দিকনির্দেশনামূলক বৈঠক অনুষ্ঠিত হয়। একটি সার্থক ও কার্যকর পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়।এই কর্মসূচিটি সার্বিকভাবে পরিচালনা করছে মওলানা ভাসানী হল ছাত্র সংসদ, আর সহযোগিতায় রয়েছে হল প্রশাসন।
এ বিষয়ে মওলানা ভাসানী হল ছাত্র সংসদের ভিপি আব্দুল হাই স্বপন বলেন,”হলের মোট ১৯২টি রুমের জন্য ৯৬টি ঝুড়ি কেনা হয়েছে, যাতে শিক্ষার্থীরা প্রতিদিনের ময়লা যথাস্থানে ফেলতে পারে। আশা করি, ছাত্র সংসদের এই উদ্যোগের মাধ্যমে হলের শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় থাকবে।”
ছাত্র সংসদ এর জিএস রিদয় পোদ্দার বলেন,”আমাদের হলের পরিবেশ সুস্থ ও স্বচ্ছ রাখতে ছাত্র সংসদ ও হল প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা সপ্তাহ আয়োজন করা হয়েছে। আশা করি সবাই দায়িত্বশীলভাবে অংশ নেবে এবং আমাদের হলকে আরও পরিচ্ছন্ন ও সুন্দর রাখবে।”
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের সচেতনতা ও অংশগ্রহণই এ কর্মসূচির প্রধান লক্ষ্য বলে জানানো হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩