রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৮:০২ অপরাহ্ন
আমির ফায়সাল, জাবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মমিনুর রহমান লাজুর উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাবি শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নবীনুর রহমান নবীন, যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান রোজেন, যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম-আহ্বায়ক রাজুয়ার, নাজমুস সাকিব, জোবায়েরসহ আহ্বায়ক কমিটির সদস্য আবু বাকের রাশেদ রাশু, মির্জা সোহাগ, মোস্তাফিজ মোমেন, শেখ পলাশ হোসেন, মোস্তাফিজুর, আব্দুল মান্নান, পাপন, রাশেদ, ফুয়াদ, জাবের, তানজির, মেফতা, সাকিব, ফাহিম প্রমুখ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয় এবং দেশ ও জাতির উন্নতি-সমৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়। উপস্থিত নেতাকর্মীরা জানান, খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ—এ বিশ্বাস থেকেই এই আয়োজন করা হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩