আরাফাত হোসেন, মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনি পৌরসভার কাশিমপুর এলাকায় বুধবার বাদ মাগরিব এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে মতবিনিময় করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাদারীপুর-৩ আসনের হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা আজিজুল হক। তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন কালকিনি পৌরসভার সাবেক হাতপাখা প্রতীকের মেয়র পদ প্রার্থী জননেতা আলহাজ্ব লুৎফর রহমান মুন্সী।
উঠান বৈঠকে স্থানীয়দের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তারা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক প্রস্তাবনা তুলে ধরে প্রার্থীদের দৃষ্টি আকর্ষণ করেন।