জাহিদুল ইসলাম, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
প্রতিনিধি উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে ডিমলায় আসন্ন ইরি বোরো মৌসুমে চাষাাবাদের জন্য চলতি অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের আবাদ বৃদ্ধির জন্য কৃষক পর্যায়ে বিনামূল্যে বোরো হাইব্রিড বীজ এবং উফশি ধানের বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি অফিসার মীর হাসান আল বান্না এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মো: রওশন কবির।
আরোও উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অফিসার আনম শিবলী সাদিক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, এসএপিপিও, ডিমলা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ময়েন কবীর ,সিনিয়া সহ সভাপতি জসীম উদ্দিন নগর ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।
কৃষি দপ্তর জানায়, ১ হাজার ৯ শত কৃষকদের মাঝে বোরো হাইব্রিড ও ৩ শত ৭০ জনের মাঝে উফশি ধানের বীজ বিতরণ করা হয়। প্রতি জন কৃষক কে ২ কেজি করে বীজ ও সার বিতরন করা হয়েছে।