দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়ন সীমান্তে চেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন করতে গিয়ে মাটি চাপা মরে কামাল হোসেন (২৮) নামে এক বালু শ্রমিক আহত হয়েছে।
বুধবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭ টার দিকে এই ঘটনা ঘটে। আহত কামাল হোসেন ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামের তারা মিয়ার ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদূর্শী সূত্রে জানা যায়, চেলা নদীতে ভারতের সীমান্ত ঘেঁষে পাড় কেটে মাটির গর্তখুরে বালু উত্তোলন করে বালু শ্রমিকরা। অন্যশ্রমিকদের মতো বুধবার সকালে কামাল হোসেন ও মাটি খুরে বালু উত্তোলন করতে যায়। এতে মাটির পাড় ভেঙে মাটি চাপা পরে গুরুতর আহত হয় কামাল হোসেন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে আরো জানা যায়, গত কয়েক বছর ধরেই ইজারার দোহাই দিয়ে একসময়ের প্রাকৃতিক সুন্দর্য্যের ভরপুর সোনালী চেলা নদীর তীরে পরিবেশ ধ্বংসের তাণ্ডব চলেছে ব্যপরোয়া ভাবে। নদীর অব্যাহত ভাঙনে ইতোমধ্যে সারপিনপাড়া, পূর্বচাইরগাঁও,সোনাপুর, নাছিমপুর, রহিমের পাড়া ও পূর্বসোনাপুর গ্রামের শতাধিক বসতভিটা ও কয়েকশতক একর ফসলি জমি ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
এবিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন, বিজিবি এই সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।