মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
অবশেষে মাদারীপুর-১ আসনে প্রার্থী পরিবর্তন করল বিএনপি। এই আসনে গত ৩ নভেম্বর কামাল জামান মোল্লাকে দলীয় মনোনয়ন দেওয়া হলেও পরদিনই তাঁর প্রার্থিতা স্থগিত করে হাইকমান্ড। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে এলাকায় আন্দোলন ও ক্ষোভ প্রকাশ করেছিলেন স্থানীয় নেতাকর্মীরা।
তবে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে ৩৬ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন। এ তালিকায় মাদারীপুর-১ আসনে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে নাদিরা মিঠুর নাম।
নতুন মনোনীত প্রার্থী নাদিরা মিঠু মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী। বর্তমানে তিনি মাদারীপুর জেলা বিএনপির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি বিএনপির মনোনয়ন নিয়ে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
স্থানীয় বিএনপির নেতা কর্মীদের প্রত্যাশা, নতুন এই নেতৃত্ব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে দলের অবস্থান আরও শক্তিশালী করবে।