চারঘাট রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাটে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে চারঘাট উপজেলা কলেজ শিক্ষক সমিতির কর্তৃক চারঘাট এমএ হাদী ডিগ্রী কলেজের হলরুমে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য রাজশাহী -৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত প্রাথী আবু সাঈদ চাঁদ।
চারঘাটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, পৌর মেয়র চারঘাট উপজেলা বিএনপির সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, হাদ্বী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের , শিক্ষক সমিতির সভাপতি মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক রোকুনুজ্জামান প্রমুখ।
দোয়া মাহফিলে আবেগ আফ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন অনুষ্ঠানের প্রধান অতিথি আবু সাঈদ চাদ।
এসময় তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা বাংলার মানুষের হুদয়ের সম্পন্দন। তিনি অভিভাবকসহ আমার আপনার মা জননী। বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তিসহ দ্রুত আমাদের মাঝে আমাদের মাকে ফিরিয়ে দেন বলে কান্নায় ভেঙ্গে পড়েন এবং আল্লাহর কাছে বেগম জিয়ার জন্য সুস্থ্যতা কামনা করেন।