বানারীপাড়া প্রতিনিধিঃ
বরিশালের বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) ইউনিয়ন শ্রমিকদলের কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ইউনিয়নের বিভিন্ন স্তরের শ্রমিক নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সলিয়াবাকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী বসির আহমেদ,উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ ফখরুল সিদ্দিকী সম্রাট তালুকদার,সিনিয়র সহ-সভাপতি সান্টু ডাকুয়া।
সভায় সভাপতিত্ব করেন সলিয়াবাকপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ নাসির খান। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং শ্রমিকদলের নবগঠিত ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা।
দোয়া মাহফিল শেষে উপজেলা শ্রমিক দলের সভাপতি বলেন,
“আমরা আজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা ভেবে গভীরভাবে ব্যথিত। তবে আল্লাহর অশেষ রহমতে তিনি অচিরেই সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে ফিরে আসবেন এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক উজ্জ্বল প্রতীক। আপোসহীন নেতৃত্বে তিনি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন। অসুস্থতা কিংবা দুর্যোগ—কিছুই তাকে জনগণের প্রতি দায়িত্ববোধ থেকে দূরে সরাতে পারেনি।”
স্থানীয় ইমামের পরিচালনায় অনুষ্ঠিত মোনাজাতে বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং জাতীয় রাজনীতিতে পুনরায় সক্রিয় হয়ে ওঠার জন্য বিশেষভাবে দোয়া করা হয়।