মোঃ হাসান হাওলাদার, কমলনগর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের কমলনগরে মায়ের পাশে বসে থাকা এই শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে ৫০ বছরের এক বৃদ্ধ।
লক্ষ্মীপুরে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মাসুদ নামের এক বৃদ্ধার বিরুদ্ধে।রবিবার বেলা ১১টার দিকে হাফিজিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
খবর নিয়ে জানা যায় মাসুদের বিরুদ্ধে এর আগেও থানায় ও আদালতে ধর্ষণে মামলা হয়েছে এবং সেই মামলা বহুবার জেলও খেটেছে।
শিশুর মা- ও দাদার সূত্রে জানা যায়, কমলনগর চর জাঙ্গালিয়া ইউনিয়ন ১নং ওয়ার্ডের হাফিজিয়া মাদ্রাসা এলাকার পরিত্যক্ত একটি বাড়িতে মাসুদ ওই শিশুটিকে চকলেট ও টাকার প্রলোভন দেখিয়ে বাগানে নিয়ে যান। একপর্যায়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন আসতে দেখে মাসুদ পালিয়ে যান। ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে শিশুটি। পরে কয়েক ঘন্টা পরে শিশুটির সাভাবিক ভাবে জ্ঞান ফিরে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর ইসলাম বলেন,এখন পযন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।