মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি:
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ও শিক্ষিকাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাভাবিপ্রবি প্রেস ক্লাব নামে একটি অননুমোদিত ভুয়া ফেইসবুক পেইজ থেকে ধারাবাহিকভাবে ভিত্তিহীন, অবমাননাকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে।
এর প্রতিবাদে উক্ত বিভাগের শিক্ষার্থীরা গত ৩০ নভেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট লিখিত অভিযোগ ও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম প্রদান করেন। নির্ধারিত সময় শেষ হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা বা সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে ক্লাস ও পরিক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা।
ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা জানান, তাদের একমাত্র দাবি উক্ত ফেইসবুক পেইজের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবিলম্বে মামলা দায়ের করবে। পাশাপাশি শিক্ষার্থীরা উল্লেখ করেন সন্তোষজনক কোনো ঘোষণা না আসলে পরিস্থিতি অনুযায়ী আরও কঠোর কর্মসূচি গ্রহণে বাধ্য হবেন।
ঘটনার বিষয়ে উক্ত বিভাগের শিক্ষার্থী মো নাজমুল হাসান ভূঁইয়া বলেন, আমরা সবসময় শান্তিপূর্ণ ও প্রাতিষ্ঠানিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছি। কিন্তু শিক্ষক-শিক্ষার্থীর মর্যাদা ও একাডেমিক পরিবেশ রক্ষার্থে প্রয়োজন হলে কঠোর অবস্থানে যেতে বাধ্য হব।
লিখিত অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: ইমাম হোসেন বলেন, প্রশাসন আন্তরিকভাবে চেষ্টা করছে অপরাধীকে সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য।
এদিকে অপপ্রচারের প্রভাবে বর্তমানে ব্যবস্থাপনা বিভাগের নিয়মিত ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে, যার ফলে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।