প্রণয় জ্যোতি দেওয়ান, বিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি:
দীর্ঘ ২৬ বছর পেরিয়ে গেলেও নিয়োগবিধি চূড়ান্ত না হওয়ায় আন্দোলনে নেমেছে পরিবার কল্যাণ পরিদর্শকা,পরিদর্শক ও সহকারীরা। বিলাইছড়ি উপজেলা স্ব্যাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের অধীনে কর্মরতরা ২ ডিসেম্বর(মঙ্গলবার) কর্মবিরতি অবস্থান কর্মসূচি পালন করেন।
এই কর্মসূচি আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। কর্মসূচি পালনকারীরা উপজেলা পরিবার কল্যাণ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় উপজেলা শাখার দাবি আদায়ের সভাপতি ও পরিবার পরিকল্পনা পরিদর্শক শান্ত বাবু তঞ্চঙ্গ্যা বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে তারা বঞ্চনার স্বীকার এবং যেইপদে যোগদান করেছেন সেইপদে ই তাদের মৃত্যু হচ্ছে অর্থাৎ সেভাবেই পেনশনে যেতে হচ্ছে। যার ফলে তাদেরকে আর্থিক ও সামাজিকভাবে বিভিন্ন বিরুপ পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তাই বাধ্য হয়ে দাবি আদায়ের জন্য আন্দোলনে নামতে হয়েছে।
এসময় উপস্থিত কর্মসূচি পালনকারীরা বলেন, আমরা যথাযত বিধি মেনে গ্রামে গ্রামে গিয়ে গর্ভকালীন সেবা, স্বাস্থ্য ও পুষ্টি সেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণ, নিরাপদ প্রসব, নবজাতক, প্রসবোত্তর সেবা, কমিউনিটি ক্লিনিকে সেবাসহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন। কিন্তু অতীব দুঃখের বিষয় যে, আমাদের নিয়োগবিধি চূড়ান্ত না হওয়ায় আমাদের পদোন্নতি,গ্রেড উন্নীতকরণ ও বিভিন্ন সুযোগ-সুবিধা বন্ধ রয়েছে। এই সমস্যা সমাধানের জন্য নিয়োগবিধি ২০২৪ দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান।
একপর্যায়ে উপজেলা পরিবার কল্যাণ কর্মকর্তার সাক্ষাতকারে তিনি বলেন, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা, পরিদর্শক ও সহকরীদের দাবি যৌক্তিক মনে করেন। কারণ চাকরির প্রথম থেকেই নিয়োগবিধি প্রণয়ন করা হয়নি এবং সেভাবেই অবসর গ্রহণ করতে হয়। অপরদিকে তিনি বলেন, তাদের কর্মসূচি ঘোষণার ফলে কার্যালয়ের সকল কার্যক্রম স্থবির হয়েছে।
অবস্থান কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অনুজা চাকমা, রীনা চাকমা, ক্ষেমা চাকমা, বসুন্ধরা চাকমা ও মল্লিকা চাকমাসহ অন্যান্য কর্মীবৃন্দ।