আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলায় মোহাম্মদ হাবিব মিয়ার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
(২রা ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটের দিকে দোকানে থাকা গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।
ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও হোটেলের এক কর্মচারী জহির দগ্ধ হয়ে আহত হন।
হোটেলের কর্মচারী ও প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম বলেন, “হঠাৎ সিলিন্ডার থেকে শব্দ হয়, তারপর আগুন বের হতে দেখি। কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। আমরা নেভানোর চেষ্টা করলেও পারিনি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।”
সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জোনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীরনগর আলম বলেন, “দোকানের গ্যাস সিলিন্ডারের রেগুলেটর বা সংযোগস্থলে ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। দ্রুত নিয়ন্ত্রণে আনতে পেরেছি, তাই বড় ধরনের ক্ষতি হয়নি।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এ.কে.এম রাশিদুল আলম বলেন,আমাদের টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় এবং ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে আগুন নেভাতে সহায়তা করে। তাৎক্ষণিক বযাবস্হা নেওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ক্যাম্পাসের দোকানগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হবে।”