মোঃ রিহাদ সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরের ৯ নং ওয়ার্ড বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠন এর উদ্যোগে যৌথ কর্মীসভা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে খোলাহাটি বাজারে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে পার্বতীপুর উপজেলা বিএনপি সহ সভাপতি মো. অহিদুল হক ও ৯ নং ওয়ার্ড বিএনপি, ৪ পলাশবাড়ী ইউনিয়ন সভাপতি জনাব মো: আমজাদ হোসেন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মীসভার প্রধান অতিথি ছিলেন বিএনপির ধানের শীষ প্রতীক থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি আলহাজ্ব এডভোকেট এ জেড এম মোহাম্মদ রেজওয়ানুল হক। তিনি বক্তব্যে বলেন, দলের নেতাকর্মীদের ঐক্য ও শৃঙ্খলাই আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলার মূল শক্তি। তিনি আরও দাবি করেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকারের প্রশ্নে বিএনপি সবসময় মাঠে ছিল এবং থাকবে। বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপির ৩১ দফা আলোচনা করেন ।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে তার দ্রুত আরোগ্যের জন্য বিশেষ দোয়া করেন। কর্মসূচি শেষে মিলাদ ও দোয়া হয়।