রণবীর সরকার, শেরপুর প্রতিনিধিঃ
শ্রীবরদীর কর্ণঝোড়ার টিলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে (৩০ নভেম্বর) ২১৬ বোতল ভারতীয় মদ জব্দ করেন। কর্ণজোড়া সীমান্ত অভিযানকারী একটি বিজিবি দল রবিবার ভোরে এই তল্লাশি অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ সদর অঞ্চলের ৩৯ ব্যাটালিয়নের নির্দেশনায় কর্ণজোড়া নূরুল ইসলামের নেতৃত্বে বিজিবি এক দল সীমান্ত এলাকার তল্লাশি চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সীমান্তে অবস্থানকারী ৭ মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তাদের রেখে যাওয়া অবস্থায় মোট ২১৬ বোতল ভারতীয় মদ এবং ১৩টি খালি বোতল জব্দ করা হয়। জব্দকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ২৫ হাজার টাকা।
ঘটনায় রবিবার রাতে নূরুল ইসলাম বাদী হয়ে সাতজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শ্রীবরদী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। শ্রীবরদী থানার ইনচার্জ মোঃ রবিউল ইসলাম জানান, পুলিশ এই মামলার তদন্ত গুরুত্বসহকারে করবে এবং পাচারকারীদের ধরার জন্য অনুসন্ধান চলছে।
এদিকে স্থানীয়রা বলে, সীমান্ত এলাকায় নিয়মিত চেকপোস্ট না থাকায় মাদকের অবৈধ ব্যবসা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তারা দ্রুত ও নিয়মিত টহল ও চেকপোস্ট স্থাপনের আহ্বান জানিয়েছেন, যাতে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ করা যায়।