ইসরাফিল ইসলাম, মান্দা (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁ মান্দা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত আয়োজনে করেছেন প্রসাদপুর দলিল লেখক সমিতি।
আজ সোমবার ১লা ডিসেম্বর সকাল ১১ ঘটিকায় প্রসাদপুর দলিল লেখক সমিতির কার্যালয়ে সভাপতি রেজউন নবী চঞ্চলের সভাপতিত্তে ও সাধারন সম্পাদক মাহাবুব আলম এর সঞ্চালনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় দোয়া মাহমফিলে প্রসাদপুর দলিল লেখক সমিতির সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন বলেন খুবি সাধারন সাদাসিধা জিবন করতেন বেগম খালেদা জিয়া তিনি আজকে সিসিইউতে মহান আল্লাহপাক উনাকে দ্রত সুস্থতা দান করুন সে দোয়া চাই।
সাধারন সম্পাদক মাহাবুব আলম বলেন বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং মানুষের বাক-স্বাধীনতার জন্য দীর্ঘ লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তিনি তার আপোসহীনতা দেখিয়েছেন। সে কারণে তিনি দলের ঊর্ধ্বে উঠে সমগ্র জাতির অভিভাবক হিসেবে আর্বিভূত হয়েছেন। দেশমাতার অসুস্থতার কারণে সমগ্র দেশবাসী সহ সকলের নিকট দোয়া ও প্রার্থনা করছেন।
সভাপতি রেজাউন নবী চঞ্চল বলেন সংগ্রামী রাজনৈতিক জীবন, গণতন্ত্রের প্রশ্নে তার আপসহীন ভূমিকা ও বিগত আওয়ামী শাসনামলে কারাবন্দি জীবন যাপন, দেশের জন্য আপোষহীন নেত্রী আমাদের দেশের জন্য অনেক কিছু করেছেন তার এই ত্যাগ অপরিসীম। বিশেষ করে আপনারা সকলে আপোষহীন নেত্রীর জন্য প্রান খুলে দোয়া করবেন এবং আল্লাহর রহমতেই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন—এটাই আমাদের প্রত্যাশা।
এসময় দোয়া পরিচালনা করেন প্রসাদপুর দলিল লেখক সমিতির ইমান মো: সাদিকুল ইসলাম এসময় আর উপস্থিত ছিলেন প্রসাদপুর দলিল লেখক সমিতির সকল দলিল লেখক ক্রেতা বিক্রেতা সাধারন মক্কেল স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গ।