বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:২৯ পূর্বাহ্ন
কক্সবাজারে ঈদগাঁওতে ছোট ভাইয়ের হাতে খুন হলো বড় ভাই।
রবিবার (২৪ নভেম্বর ২৪) উপজেলার পোকখালী ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম ইছাখালী নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,গত ২২ নভেম্বর (শুক্রবার) জুমার নামাজ শেষে ফেরার সময় বাড়ির উঠানে বড় ভাই আমির আব্বাসের উপর অতর্কিত হামলা চালান তারই আপন ছোট ভাই আমির হোসেন ও তার স্ত্রী তসলিমা আক্তার।
ঘটনাস্থ থেকে স্থানীয়রা উদ্ধার করে আমির হোসেনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
পরে রবিবার দিবাগত রাত ১টার দিকে মারা যান আমির আব্বাস। এ ঘটনায় অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মছিউর রহমান বলেন, আমির আব্বাস হত্যার ঘটনায় ছোট ভাই ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১৫-১২৫২৪৩