মোঃ রুহুল আমিন, লালমনিরহাট সদর প্রতিনিধি:
বৃহস্পতিবার সন্ধা ৬:১৫ মিনিট এ লালমনিরহাট জেলার সদর, উপজেলার বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি'র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
উক্ত জনসভায় নেমেছে জনতার ঢল উপস্তিত হয়েছে প্রায়(২৫-৩০ হাজার) মানুষ। জনসভায় নির্বাচনী বক্তব্য রাখেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যেমন: শিল্পী,ব্যবসায়ী, শিক্ষক, ডাক্তার,আইনজীবী, সাংবাদিক, কৃষক, ও ছাত্র সহ সকল স্তরের মানুষ। জনসভার সভাপতিত্ব করেন জনাব মোঃ নুরুল ইসলাম (নূরু)।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, জাতীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ও তিস্তা বাঁচাও আন্দোলনের প্রধান সমন্বয় অধ্যক্ষ, আসাদুল হাবিব (দুলু)। উক্ত সভায় বিশেষ বক্তব্য রাখেন প্রধান অতিথির সহধর্মিনী জনাবা, লায়লা হাবিব।
সকল শ্রেণী পেশার মানুষের বক্তব্য শেষে নির্বাচনী সংগীত পরিবেশন করা হয় এবং সমাপ্তি বক্তব্য রাখেন সভার প্রধান অতিথি অধ্যক্ষ, আসাদুল হাবিব (দুলু)।
আসাদুল হাবিব (দুলু) বলেন আমি লালমনিহাট (০৩ আসনের) নির্বাচিত এমপি হয়েছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে একটা ছোট্ট মন্ত্রী বানিয়েছিলেন সেই সময় আমি লালমনিরহাটের বেশ কিছু উন্নয়নমূলক কাজ করেছি আপনারা সকলেই জানেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করলে আমি আশা করি লালমনিরহাটকে অন্য সকল জেলার সমকক্ষে পৌঁছে দিতে পারব। কারণ, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব, তারেক রহমানের সঙ্গে আমার যে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক রয়েছে আমি ওনার কাছে কোন প্রস্তাব নিয়ে গেলে আমাকে ফেরাবেন না সবার আগে আমার বিষয়টা ভেবে দেখবেন।
তিনি আরও বলেন, আমাকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার ফল হিসাবে আজকে আমি সকলের দুলু ভাই হতে পেরেছি এটা আমার বড় পাওয়া। আমরা যে তিস্তা বাঁচাও আন্দোলন করেছি এতে শুধু বাংলাদেশ নয় পুরা বিশ্বকে নাড়িয়ে দিয়েছি। ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে তিস্তা পাড়ের পাঁচটি জেলার সকল মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে আমি মনে করি।
সর্বশেষ তিনি সকলের কাছে দোয়া চেয়ে তার নির্বাচনী জনসভার সমাপ্তি ঘোষণা করেন।