মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে বাউল আবুল সরকারের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) মাগরিবের নামাজ শেষে তৌহিদী জনতার উদ্যোগে স্থানীয় বাজার এলাকা থেকে মিছিলটি শুরু হয়।
সম্প্রতি আল্লাহর নামে অশালীন মন্তব্য ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা শিবচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবুল সরকারের ফাঁসির দাবি জানান। বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিকে আঘাত করে এমন বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এ ধরনের অপরাধের শাস্তি সর্বোচ্চ পর্যায়ে হওয়া উচিত।
মিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার দপ্তর সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন—শিবচর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ কাসেমী; ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি মাহফুজুর রহমান ঢালী; সাব-রেজিস্ট্রি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা বজলুর রহমান আরেফী; চকবাজার জামে মসজিদের সহকারী ইমাম মাওলানা রফিকুল ইসলাম; শিবচর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নাসিম মাদবর; ইসলামী আন্দোলনের প্রচার ও দাওয়াহ সম্পাদক মো. শাহিন মিয়া এবং ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি কাজী ইসমাম হোসাইন।
বক্তব্যে মাওলানা জুবায়ের আহমেদ বলেন, “যারা আল্লাহ ও কুরআন সম্পর্কে হেয় মন্তব্য করে, তারা পথভ্রষ্ট এবং নৈতিকভাবে অধঃপতিত। আবুল সরকারের বক্তব্য তার অজ্ঞতারই বহিঃপ্রকাশ।”
অন্যদিকে মাহফুজুর রহমান ঢালী বলেন, “ধর্ম নিয়ে বিদ্বেষপূর্ণ মন্তব্য কোনো ঈমানদার মেনে নিতে পারে না। শুধু আবুল সরকার নয়, তার পেছনে আরও কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।”
শেষ বক্তা মাওলানা বজলুর রহমান আরেফী বলেন, “ধর্ম অবমাননার বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। সামনে যে কর্মসূচি ঘোষণা করা হবে, তাতেও আমরা অংশগ্রহণ করব।” সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।