অলি উল্লাহ রিপন, বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:
যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের চর্চা বাড়াতে বাউফলে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা মহানগরী দক্ষিণের জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ।
এ উপলক্ষে মঙ্গলবার (২৬ নভেম্বর) বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“খেলার মাধ্যমে আমরা গোটা বাউফলকে একত্র করতে চাই। রাজনীতি যার যার, কিন্তু বাউফল সবার। বৈষম্যের কোনো স্থান আমরা চাই না। বৈষম্যের বিরুদ্ধেই ২৪ জুলাইয়ের বিপ্লব।”
তিনি আরও বলেন, “যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। অতীতে দেশের খ্যাতিমান আলেমদের দিয়ে যুবকদের মোটিভেশন আয়োজন করেছি, শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছি, বেকার নারীদের জন্য সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ করেছি।”
সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন,
“আপনাদের আমরা যেমন ভালবাসি, তেমনি ভয়ও করি। আপনাদের লেখনির কারণেই আজ শফিকুল ইসলাম মাসুদ এই অবস্থানে দাঁড়াতে পেরেছে। সাংবাদিকরা আমাদের শাসন করেন, পথ দেখান।”
ড. মাসুদ জানান, আগামী ২৮ নভেম্বর বাউফল পাবলিক মাঠে দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।
এর মধ্যে রয়েছে:
• সকাল ৮:৩০টা : ফ্রি মেডিকেল ক্যাম্প
• বিকাল ২:৩০টা : প্রীতি ফুটবল ম্যাচ
• সন্ধ্যায় : সাংস্কৃতিক অনুষ্ঠান
তিনি বলেন, “খেলা আয়োজনের আরেকটি লক্ষ্য হলো বাউফলে একটি আধুনিক ও উন্নত মানের স্টেডিয়াম প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া।”
এই আয়োজনে বাউফলের সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক মো. খালিদুর রহমান, সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল গনি, ঢাকা মহানগরী দক্ষিণের ব্যবসায়ী জোন পরিচালক মো. আতিকুর রহমান নজরুল, এডভোকেট মুনতাসির মুজাহিদ, বাউফল প্রেসক্লাব সভাপতি মো. জলিলুর রহমান, সাবেক সভাপতি কামরুজ্জামান বাচ্চু, সাংবাদিক অতুল চন্দ্র পাল, ইসলামী ছাত্র শিবির পটুয়াখালী জেলা সভাপতি মো. রাকিবুল ইসলাম নূর, বাউফল উন্নয়ন ফোরামের সভাপতি আসাদুজ্জামান সোহাগসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।