ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ,আলোচনা সভা এবং শ্রেষ্ঠ খামারীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী,সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. নাজনীন সুলতানা, উপজেলা কৃষি অফিসার তানিয়া রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সামসুজ্জামান মাসুম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম,ছাত্র প্রতিনিধি প্রকৌশলী জিহাদ চৌধুরীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
র্যালি শেষে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. নাজনীন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে প্রাণিসম্পদ উন্নয়নে বিশেষ অবদান রাখা শ্রেষ্ঠ খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।