মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সংযোগ পথে গরু ব্যবসায়ীদের ওপর সংঘটিত হামলা ও ছিনতাইয়ের ঘটনার দ্রুত তদন্তে নেমে তিনজনকে আটক করেছে শিবচর থানা পুলিশ। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে শিবচর থানায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন ঢাকার ডেমরা এলাকার খগেন্দ্র চন্দ্র মল্লিকের ছেলে দীপন মল্লিক (৫৩), শিবচরের বন্দরখোলা ইউনিয়নের কোরবান শিকদারের কান্দি গ্রামের হাসান মোল্লা (৪৬) এবং কুমিল্লার চান্দিনা উপজেলার সুরিখোলা এলাকার টগর প্রধান (৩৪)।
এএসপি সালাহ উদ্দিন জানান, গত ১৯ নভেম্বর ভোরে বন্দরখোলা চৌরাস্তা এলাকার সংযোগ সড়কে গরু ব্যবসায়ী রাজন মোল্লা ও আলাউদ্দিন দেওয়ানের ওপর সন্ত্রাসীরা হঠাৎ হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে দু’জন আহত হন এবং তাদের কাছ থেকে ৩ লাখ ৭৫ হাজার টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা। ঘটনার পরপরই একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে পুলিশ। প্রযুক্তিগত বিশ্লেষণ ও তথ্য সংগ্রহের মাধ্যমে অভিযানে নেমে স্বল্প সময়ের মধ্যেই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা সম্ভব হয়েছে। গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
তিনি আরও বলেন, অভিযানের সময় ডাকাতদলের ব্যবহৃত প্রাইভেটকারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের আদালতে হাজিরের পর কারাগারে পাঠানো হয়েছে। সংঘবদ্ধ চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে নিয়মিত অভিযান আগামী দিনগুলোতেও চলবে।