মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
রাহাত ,রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কার্যকর করার লক্ষ্যে ঝালকাঠি–১ (রাজাপুর–কাঠালিয়া) আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার পক্ষে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল থেকে বাগড়ি বাজার, থানা মোড়, স্কুল মার্কেট, ডাকবাংলো মোড়, উপজেলা মার্কেট, গোডাউন রোড, বাদুরতলা মোড়, বাইপাস এলাকা সহ রাজাপুর পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে হাতে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
এ সময় নেতারা ঘরে ঘরে গিয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং দলীয় অবস্থান তুলে ধরেন। পরে উপজেলা বাইপাস এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, রাষ্ট্র সংস্কারের ৩১ দফা শুধুমাত্র একটি রাজনৈতিক অঙ্গীকার নয়—এটি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করার নীলনকশা। জনগণ এখন পরিবর্তন চায়; চায় নিরাপদ জীবন, সুষ্ঠু নির্বাচন ও জবাবদিহিমূলক প্রশাসন। তাই এই দফাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া জরুরি হয়ে উঠেছে ।
বক্তারা আরও বলেন, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা একজন কর্মীবান্ধব, সৎ ও গণতন্ত্রমনা নেতা। প্রবাসে থেকে স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে প্রথম সারিতে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং প্রবাসে থাকলেও তিনি রাজাপুর–কাঠালিয়ার মানুষের সুখ–দুঃখে সবসময় আন্তরিকভাবে পাশে ছিলেন। তাঁর নেতৃত্বে এই এলাকায় বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
এ সময় বক্তারা আশা প্রকাশ করেন যে, ধানের শীষ প্রতীকটি হাবিবুর রহমান সেলিম রেজার হাতে গেলে রাজাপুর–কাঠালিয়া নির্বাচনী এলাকায় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে তার বিজয় নিশ্চিত করবেন। বক্তারা সাধারণ মানুষের প্রতি আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. নুর হোসেন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম মোস্তফা সিকদার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান টুকু, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দীলিপ মেম্বার, রাজাপুর উপজেলা বিএনপি নেতা ভিপি শামিম, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম হায়দার সিকদার, মঠবাড়ী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হালিম গাজি, তাঁতীদলের সাধারণ সম্পাদক কবির শিকদার, শ্রমিক দল নেতা রফিকুল ইসলাম খান, শ্রমিকদল নেতা মাসুদ তালুকদার, ছাত্রদল নেতা মুসা হাওলাদার, শুক্তাগড় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন প্রমুখ।
শতশত নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো কর্মসূচি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩