কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর উপজেলার দাদা মোড় থেকে পুরাতন পশু হাসপাতাল মোড় ও জিয়া বাজারে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে ২৬ কুড়িগ্রাম-২ আসনের এমপি প্রার্থী ও আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির জেলা আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত এসব এলাকার ব্যবসায়ী, ক্রেতা, পথচারী, দিনমজুর সহ জিয়া বাজারের চাউল হাটি, সবজি হাটি, মাছ হাটি, পান হাটি ও মুদি দোকানিদের সঙ্গে কুশল বিনিময় সহ এবি পার্টির নীতি, আদর্শ এবং নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম এবি পার্টির জেলা সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, অর্থ সচিব পনির উদ্দিন, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন, সদর উপজেলা যুগ্ম আহবায়ক আব্দুস সালাম, জেলা সদস্য আমিনুল ইসলাম, শফি মিয়া, পৌর যুগ্ম আহবায়ক একেএম রেজাউল করিম, হলোখানা ৮নং ওয়ার্ডের সদস্য সচিব মাইদুল ইসলাম মুকুল, ছাত্রপক্ষ মামুন সহ আরও অনেকে।
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ডাঃ নজরুল ইসলাম খাঁন বলেন, "আমরা এবি পার্টির মাধ্যমে সকল শ্রেণী পেশার মানুষের বৈষম্য দুর করে সম অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমি নির্বাচিত হলে কুড়িগ্রাম-২ আসনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন এবং বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো। শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নতির জন্য কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক সংকট দূরীকরণ সহ কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বৃদ্ধি করবো। এবং অঞ্চলের মাদক নির্মুলে কাজ করবো।"