মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
শিবচর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করে।
সোমবার বিকেলে শিবচর কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রা পাচ্চর গোল চত্বর, শিবচর কলেজ মোড় এবং একাত্তর চত্বর ঘুরে পুনরায় মসজিদ চত্বরে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থী ও দাওয়াতি ব্যক্তিত্ব মাওলানা আকরাম হোসাইন। বিশেষ অতিথি হিসেবে যোগ দেন সংগঠনের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসাইন।
আয়োজক পক্ষ জানায়, শোভাযাত্রায় প্রায় তিন শতাধিক মোটরসাইকেল, অটোরিকশা ও প্রাইভেট কার অংশ নেয়। এতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
শোভাযাত্রা শেষে শান্তিপূর্ণ নির্বাচন কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।