সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধিঃ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৯ নং রাঙামাটি আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে উপজেলা বিএনপির উদ্যোগে এক ব্যাপক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০ টায় বাঘাইছড়ি উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় উপজেলার আওতাধীন সকল ইউনিয়ন বিএনপি এবং উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন মো. জাবেদুল আলম, সাধারণ সম্পাদক, বাঘাইছড়ি উপজেলা বিএনপি। সভা সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক মো. হুমায়ুন কবির মূসা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারি। সভায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী।
সভায় বক্তারা বলেন, “আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হলে এখন থেকেই মাঠপর্যায়ে সুসংগঠিত প্রচারণা জরুরি। এজন্য প্রতিটি ইউনিয়নে ছোট ছোট টিম গঠন করে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, নারী নেতৃবৃন্দকে এবার অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে, কারণ এলাকায় জামায়াতের কিছু মহিলা ‘তালিমের নামে জান্নাতের টিকিট’ বিক্রি করে সাধারণ নারীদের বিভ্রান্ত করছে বলে তারা অভিযোগ করেন।
এ ধরনের বিভ্রান্তি প্রতিরোধে বিএনপির স্থানীয় নারী নেত্রীদের সরাসরি জনসম্পৃক্ততা ও সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, দলকে শক্তিশালী করতে হলে প্রথমেই জেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কাঠামোকে আরও সক্রিয় ও সমন্বিত করতে হবে। প্রতিটি নেতাকর্মীকে একই ছাতার নিচে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নির্দেশনা তুলে ধরা হয়। এগুলো হলো— উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা ও পরামর্শমূলক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে হবে।
উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত প্রতিটি সাংগঠনিক স্তরকে একসঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে। যাতে প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম একই ধারায় পরিচালিত হয়।
উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পৃথকভাবে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়। এই কমিটিতে কেবল দলীয় নেতাকর্মী নয়, সুশীল সমাজের প্রতিনিধি, সম্মানিত ব্যক্তি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। এতে নির্বাচনী কার্যক্রম আরও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
প্রতিটি ওয়ার্ডে কমপক্ষে চারটি উঠান বৈঠক আয়োজনের নির্দেশনা দেওয়া হয়। এই উঠান বৈঠকে— নারী ও সাধারণ জনগণকে যুক্ত করা। দলের আগামী দিনের স্বপ্ন তুলে ধরা। বিএনপির ৩১ দফা কর্মসূচির বিস্তারিত ব্যাখ্যা। অতীতে বিএনপির সরকারে বাস্তবায়িত উন্নয়ন কার্যক্রম উপস্থাপন, এসব বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় আরও বক্তব্য রাখেন, “উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. বদিউল আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল সবুর, রাঙ্গামাটি জেলা বিএনপির সদস্য মো. সোলাইমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দীন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ইউসুফ নবী এছাড়া ইউনিয়ন ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় বক্তারা আশা প্রকাশ করেন যে, সবাই সমন্বিতভাবে কাজ করলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করা সম্ভব। এজন্য নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে মানুষের সমস্যার কথা শোনা এবং বিএনপির ৩১ দফার গুরুত্ব ভোটারদের কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়।
2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩