মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফ হোসেন আলিমের বিএনপি থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) বিএনপি'র যুগ্ম সিনিয়র মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয় চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন গোমস্তাপুর উপজেলা বিএনপি নেতা মোঃ আশরাফ হোসেন আলিমকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ২৩ নভেম্বর ২০২৫ তারিখ তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো।
উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যানে মোঃ আশরাফ হোসেন আলিম তৃণমূল নেতাকর্মীদের বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পরে কেন্দ্র থেকে তার দলীয় পদটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।