রিফাত রহমান, পবিপ্রবি প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “স্বৈরাচারের ফাঁসি” উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পবিপ্রবি শাখার আয়োজনে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট–২০২৫-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) রাত ১০টায় এম. কেরামত আলী হল প্রাঙ্গণে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় সুপারনোভা টিম চ্যাম্পিয়ন এবং ক্যাফেটেরিয়া টিম রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সহকারী প্রক্টর মো. আব্দুর রহিম, ছাত্রদল পবিপ্রবি শাখার সভাপতি জাহিদুল ইসলাম রাতুল, এবং সাধারণ সম্পাদক সোহেল রানা জনি। বিভিন্ন অনুষদের অসংখ্য শিক্ষার্থী খেলাটি উপভোগ করেন।
সাধারণ সম্পাদক সোহেল রানা জনি বলেন, “ছাত্রদল সব সময় শিক্ষার্থীবান্ধব ভূমিকা রেখে এসেছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক উন্নয়নে সহায়ক যেকোনো ইতিবাচক কর্মকাণ্ডে আমরা পাশে থাকব।”
সভাপতি জাহিদুল ইসলাম রাতুল বলেন, “শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।”
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবুল বাশার খান এম. কেরামত আলী হলকে তাঁর “স্মৃতিময় স্থান” উল্লেখ করে বলেন, “২০০৭ সালে আমি এই হলের সহকারী প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছি। এমন ইতিবাচক ও স্বাস্থ্যকর প্রতিযোগিতামূলক ক্রীড়া কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক ও মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।” তিনি বিজয়ী ও রানার্স আপ দলকে অভিনন্দন জানান।
উল্লেখ্য, এম. কেরামত আলী হল প্রাঙ্গণে ছাত্রদলের ব্যানারে আয়োজিত এই ব্যতিক্রমী টুর্নামেন্টে শিক্ষার্থীদের ব্যাপক অংশগ্রহণে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।