আমির ফায়সাল, জাবি প্রতিনিধিঃ
স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জ (২০২৫–২০২৬) সালের কার্যনির্বাহী কমিটি গঠন ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে আগামী সাত কার্যদিবসের জন্য একটি ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো. শিমুল আহমেদ বাপ্পি। এবং একই ব্যাচের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাওসার আলম আরমানকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (২৩ শে নভেম্বর ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জ এর সভাপতি শাহারিয়া ইসলাম অপি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথয প্রকাশ করা হয়।
এ ছাড়া কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন— ফারিয়া হক নিধি, নাসিমুল মোর্শেদ স্বরূপ, হাসনাতুজ্জামান তানিম, ফাহমিদা জামান প্রাপ্তি, অঞ্জন দাস অপূর্ব, খালেদ সাইফুল্লাহ সানি, মোবারক হোসেন পথিক, মো. কামরুল ইসলাম, তারেক মাসুদ, মুহিবুল্লাহ মাহাদি এবং সুরভী আক্তার। সবাই ৪৯তম ব্যাচের শিক্ষার্থী।
কমিটির দায়িত্বপ্রাপ্ত আহবায়ক মো. শিমুল আহমেদ বাপ্পি বলেন "নির্ধারিত সাত কার্যদিবসের মধ্যে নতুন কমিটি গঠন সম্পন্ন করা হলে পরবর্তী বছরের জন্য সংগঠনের সকল কর্মসূচি সময়মতো এবং পরিকল্পিতভাবে পরিচালনা করা সম্ভব হবে।আহ্বায়ক কমিটির ওপর নির্ভর করে আগামী সেশনের জন্য সদস্য নিয়োগ ও দায়িত্ব বণ্টন করা হবে যাতে সংগঠনের প্রতিটি কার্যক্রম বাস্তবিকভাবে শিক্ষার্থীদের সুবিধা ও স্বার্থকে অগ্রাধিকার দেয়"
নির্ধারিত সময়ের মধ্যে কমিটিকে সংগঠনের পরবর্তী কাঠামোচিত্র উপস্থাপনসহ প্রয়োজনীয় সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।