সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
কুবিতে ‘ক্যাম্পাস মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিইং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পবিপ্রবিতে “স্বৈরাচারের ফাঁসি” উপলক্ষে ছাত্রদলের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে হিসাব শাখার উপ-পরিচালক ছুটি ছাড়াই মাসের পর মাস অফিস করছে না বাউফলে নকল স্টাম্প-সিল দিয়ে জাল দলিল তৈরি, যুবককে ১০ দিনের কারাদণ্ড নজরুল বিশ্ববিদ্যালয়ে জমকালো আয়োজনে বিশ্ব দর্শন দিবস উদযাপিত স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের আহ্বায়ক কমিটি গঠন ৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছানোর আহ্বান ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে ওয়ার্ড শিবিরের খেলাধুলা সামগ্রী বিতরণ কালকিনিতে সার্বিক পরিবহনের ধাক্কায় যুবক নিহত দুমকিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন দুমকিতে সড়ক দুর্ঘটনায় আহত- ৫ শার্শায় ধানের শীষের প্রার্থী তৃপ্তির লিফলেট বিতরণ ও উঠান বৈঠক কুবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৭ নভেম্বর, রাবিতেও থাকবে পরীক্ষার কেন্দ্র ট্রেনের ধাক্কায় প্রাণ গেল মানসিক প্রতিবন্ধী নারীর সিলেট-৪ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী প্রকৌশলী রাশেল উল আলম দেশে ফিরলেন নাসিরনগরে প্রায় অচল ১ ও ২ টাকার ধাতব মুদ্রা, ভোগান্তিতে ক্রেতা বিক্রেতা ঠাকুরগাঁওয়ে দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে বিদায় নিলেন বিএনপির এক নেতা ভোলাগঞ্জে সাহাব উদ্দিনকে গণসংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে গণসংহতি আন্দোলনের মনোনয়ন পেলেন নুরুদ্দীন চৌদ্দগ্রামে বাতিসা বিএনপির নির্বাচনী সমাবেশে অফিস উদ্বোধন

৩১ দফা বাস্তবায়নে ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছানোর আহ্বান

নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাঙামাটি–২৯৯ নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের সমর্থনে বাঘাইছড়ি উপজেলার ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়নে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দিতে এবং নির্বাচনী প্রস্তুতি জোরদারের লক্ষ্যে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।

রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় ইউনিয়নের স্থানীয় এলাকায় আয়োজিত এ সভায় ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ–কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী প্রধান অতিথির বক্তব্যে বলেন, “রাঙামাটির বিভিন্ন উপজেলায় বিএনপির প্রতি সাধারণ মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। এর বড় কারণ হচ্ছে—তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে যে নতুন রাষ্ট্রকাঠামো গড়ার নীলনকশা প্রণয়ন করা হয়েছে, জনগণ সেটিকেই তাদের মুক্তির পথ হিসেবে দেখছে।” আমাদের সবাইকে দীপেন দেওয়ানকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাঙামাটি ২৯৯ নং আসনটি উপহার দিতে হবে।

তিনি আরও বলেন, গত এক দশকে আওয়ামী সরকারের “দুর্নীতি, লুটপাট ও রাজনৈতিক দমন-পীড়নের কারণে” পার্বত্য এলাকার উন্নয়ন স্থবির হয়ে পড়েছে। বাঘাইছড়ির পূর্ব লাইল্যাঘোনা এলাকায় বর্ষাকালে নদী ভাঙনে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি অভিযোগ করেন। বিএনপি ক্ষমতায় এলে নদীভাঙন প্রতিরোধ ও এলাকার অবকাঠামো উন্নয়নে বিশেষ বরাদ্দ ব্যাবস্থা করা হবে বলে আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ–সভাপতি আব্দুল খালেক মেম্বার এবং সঞ্চালনা করেন মো. কফিল উদ্দিন।

সভাপতি তার বক্তব্যে বলেন, “আজকের বৈঠক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে ৩১ দফার বার্তা পৌঁছাতে হবে। মানুষের বিশ্বাস ও আস্থা অর্জন করাই আমাদের প্রধান শক্তি।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. শাহাজাহান চৌধুরী, সহ–সভাপতি, পৌর বিএনপি। মো. আব্দুল হালিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর বিএনপি। আমিনুল হক, প্রবীণ সদস্য , উপজেলা বিএনপি। জান্নাতুল নূর, সভাপতি, উপজেলা মহিলা দল। আব্দুল মান্নান, সভাপতি, উপজেলা মৎস্যজীবী দল। আব্দুল কাদের মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক, উপজেলা বিএনপি। মো. আব্দুল মোনাফ, সাধারণ সম্পাদক, ৩২ নং ইউনিয়ন বিএনপি। মো. বাছা, সভাপতি, ৪ নং ওয়ার্ড বিএনপি।

বক্তারা অভিযোগ করেন, “জামায়াতে ইসলামী এলাকার মহিলাদের বিভ্রান্ত করে বলছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। এমন অপপ্রচারকারীদের বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে।” তারা বলেন, “ধর্মের নামে রাজনৈতিক প্রতারণা, তালিমের নামে জান্নাতের টিকিট বিক্রি—এসব বিভ্রান্তিকর প্রচারণা প্রতিহত করতে হবে।”

বক্তারা আরও উল্লেখ করেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে। দরিদ্র, কর্মহীন ও নিম্ন আয়ের মানুষ সরাসরি সহায়তা পাবে। ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রকে দুর্নীতি, বৈষম্য ও রাজনৈতিক প্রতিহিংসামুক্ত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করা হবে।

বক্তারা বলেন, “৩১ দফা শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়—এটি বাংলাদেশের ভবিষ্যৎ রূপান্তরের রোডম্যাপ। তাই ঘরে ঘরে গিয়ে মানুষকে এই দফাগুলো বুঝাতে হবে।

সভা শেষে স্থানীয় নেতাকর্মীরা এলাকাব্যাপী গণসংযোগ, ভোটারদের বাড়ি–বাড়ি গিয়ে যোগাযোগ ও ৩১ দফার কপি বিতরণের সিদ্ধান্ত নেন।

বিএনপি প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে ব্যাপক গণসমর্থন তৈরিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩